ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানের আগুন নিয়ন্ত্রণে, ২ কোটি টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
দক্ষিণখানের আগুন নিয়ন্ত্রণে, ২ কোটি টাকার ক্ষতি

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের মোল্লাবাড়ি এলাকায় একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় গোডাউনটিতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে জানান, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুন লাগার পরপরই গোডাউনে থাকা ৪ কর্মী বেরিয়ে আসতে পারেন বলেও জানান কামরুল হাসান।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গোডাউনটিতে বিভিন্ন ধরনের পণ্য রাখতো জেআইও নামের একটি প্রতিষ্ঠান। এখান থেকেই তারা পণ্য বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।