ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় চার জুয়াড়ি কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ফুলবাড়িয়ায় চার জুয়াড়ি কারাগারে পুলিশের হাতে আটক জুয়াড়িরা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে আটকের পর চার জুয়াড়িকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন- স্থানীয় আন্ধারীয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা সুপার হাসমত উল্লাহসহ একই এলাকার আব্দুল আজিজ (৫৫), সোলায়মান (৪৮) ও মুসা (৩৮)। অপর একজনের পরিচয় জানা যায়নি।

সোমবার (২২ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোবরার (২১ অক্টোবর) রাতে উপজেলার চৌদার গুজাকুরি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মাদ্রাসা সুপারসহ চার জুয়ারিকে আটক করা হয়। পরে সোমবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।