ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে গাছ থেকে পড়ে সফিউল্লাহ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সফিউল্লাহ তোরাবগঞ্জ গ্রামের নজির আহাম্মদের ছেলে।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শ্রমিক সফিউল্লাহ নিজ এলাকার হাছান ডাক্তারের বাড়িতে ডাল কাটার জন্য গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসআর/এপি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।