ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
আখাউড়ায় ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভবন থেকে পড়ে রাসেল মিয়া (১৯) এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের মিলন মিয়ার ভবনের দুই তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। রাসেল ওই ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত জিল্লু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মিলন মিয়ার বাড়ির রঙের কাজ করার সময় অসাবধনতায় দুই তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন রং মিস্ত্রি  রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।