ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এন কে রানা খান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার গাজীপুর চা বাগানের ১৬ নম্বর সেকশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রানা জেলার রাজনগর উপজেলার গোবিন্দভাটি এলাকার মজলু খানের ছেলে।

 

পুলিশ জানায়, বিকেলে রানা মোটরসাইকেলে করে কুলাউড়ার বনগাও এলাকায় তার খালুর বাড়ি যাচ্ছিলেন। পথে গাজীপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার স্বজনদের আবেদনের সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময় ১৮৪০ ঘন্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।