ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক রবীন্দ্র পুরস্কার পাচ্ছে ছায়ানট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
আন্তর্জাতিক রবীন্দ্র পুরস্কার পাচ্ছে ছায়ানট ছায়ানটের লোগো

ঢাকা: সংস্কৃতির বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভারতের ‘আন্তর্জাতিক রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার বা টেগোর অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি জুরি বোর্ড ২০১৫ সালের জন্য ঐতিহ্যবাহী এ সংগঠনটিকে নির্বাচিত করে।

‘আন্তর্জাতিক রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার বা টেগোর অ্যাওয়ার্ড’ হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে চালু করা একটি বিখ্যাত সম্মাননা। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্য রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার ২০১১ সালে পুরস্কারটির প্রবর্তন করে। পরে ২০১২ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেতার শিল্পী রবিশংকরকে দিয়ে এ পুরস্কার শুরু করেন। যার অর্থমূল্য এক কোটি রুপি।

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এ প্রসঙ্গে বলেন, ‘কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই, বাংলাদেশের সকল রবীন্দ্র প্রেমীদের জন্য এটি একটি স্বীকৃতি। ’

এদিকে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানটের রয়েছে রবীন্দ্রচর্চাসহ নানা সাংস্কৃতিক কাজের গৌরবময় ঐতিহ্য। সেইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ছায়ানট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

বাংলাদেশ সময়; ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
টিআর/এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।