ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা খাতুন (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত রাশেদা খাতুন গঙ্গারামপুর গ্রামের দিনমজুর আব্দুর রশিদের মেয়ে।

মৃত রাশেদার চাচা আশাদুল ইসলাম বাংলানিউজকে জানান, স্কুল ছুটি থাকায় বড় বোনোর সঙ্গে দুপুরে মুরগির খামার দেখতে যায় রাশেদা। এ সময় খামারে ঢুকে বড় বোন বিউটি খাতুন বাতি জ্বালানোর জন্য তাকে বৈদ্যুতিক বোর্ডে থাকা সুইচটি চালু করতে বলে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারায় রাশেদা। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় বিকেলে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।