ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
রংপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

রংপুর: রংপুরে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান মিরু (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নগরের লালবাগ রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরু নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা এলাকার ফারুক আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বেরোবি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম মুন নিহত তরুণের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, নিহত মিরু মানসিক ভারসাম্যহীন ছিল। তার গ্রামের বাড়ি থেকে উদ্দেশ্যহীনভাবে রংপুরে এসেছিলো সে।   সন্ধ্যায় লালবাগ রেলক্রসিং এ চলন্ত ট্রেনে সে ঢুকে পড়লে সেখানেই কাটা পড়ে তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।