ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে টাস্কফোর্সের ওপর জেলেদের হামলা-গুলি, ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
চাঁদপুরে টাস্কফোর্সের ওপর জেলেদের হামলা-গুলি, ইলিশ জব্দ জব্দকৃত মাছ। ছবি: বাংলানিউজ

 

চাঁদপুর: চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে সদর উপজেলার লক্ষ্মীমারার চর থেকে মজুদ ইলিশ উদ্ধার করতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন জেলা টাস্কফোর্সের সদস্যরা। এ সময় আত্মরক্ষার্থে ৪০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নৌ-পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ ৫শ’ মণ মা ইলিশ জব্দ করেছে। 

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহমুদ জামানের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।  

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীমারার চরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর প্রধানিয়ার বাড়িতে মা ইলিশ মজুদ রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ইলিশগুলো উদ্ধার করতে গেলে জেলেরা ক্ষিপ্ত হয়ে টাস্কফোর্সের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহমুদ জামান বাংলানিউজকে বলেন, দুপুর ২টা থেকে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৫শ’ মণ মা ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে ১শ’ মণের বেশি মাছ নিয়ে আসা হয়েছে। রাত হয়ে যাওয়ায় বাকি মাছ স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ অন্যান্যের জিম্মায় রেখে আসা হয়েছে।  

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বাংলানিউজকে বলেন, জেলেরা হামলা করার পর পুলিশ সুপারকে বিষয়টি তাৎক্ষণিক জানানো হয়। পরে কোস্টগার্ড ও আরো পুলিশ সদস্য এসে অভিযানে সহযোগিতা করেন। শনিবার (২৭ অক্টোবর) জব্দকৃত বাকি মা ইলিশ উদ্ধার করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।