ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বোর্ডিং থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
রাঙামাটিতে বোর্ডিং থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটি: রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার আল হেলাল বোর্ডিং  থেকে আব্দুল হালিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় মরদেহাট উদ্ধার করা হয়। আব্দুল হালিম চায়ের দোকানদার ছিলেন।

নিহত যুবক রাঙামাটি শহরের দক্ষিণ ফরেস্ট কলোনি এলাকার মৃত আব্দুল রশীদের ছেলে।

নিহতের বড় বোন রাশেদা বাংলানিউজকে জানান, হালিমের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তবে কি কারণে তিনি মারা গেছেন তা পরিবারের সদস্যরা জানেন না।

পুলিশ জানায়, হালিম বৃহস্পতিবার (২৫ অক্টোবর) থেকে আল হেলাল বোর্ডিংয়ে অবস্থান করছিল। শনিবার দুপুরে বোর্ডিং কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রহীম বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।