ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
কোটালীপাড়ায় পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু নিহত দুই শিশুর পরিবারের আহাজারি। বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে লিমি রায় (৭) ও অদ্রি সরকার (৬) নামে শিশু শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাগান উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিমি বাগান উত্তরপাড় গ্রামের লিটন রায়ের মেয়ে ও অদ্রি একই গ্রামের অশোক সরকারের মেয়ে।

তারা দুজনই ১ নম্বর বাগান উত্তর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।

ওই স্কুলের শিক্ষিকা সনিয়া আক্তার বাংলানিউজকে জানান, স্কুল চলাকালীন সময় পেন্সিল না আনায় তাদেরকে বাড়ি থেকে পেন্সিল নিয়ে আসার জন্য বলা হয়। তারা দু’জন স্কুল থেকে বাড়িতে যাবার সময় স্কুলের পাশে একটি পুকুরের পাড় দিয়ে যাবার সময় পড়ে যায়। দূর থেকে অপর এক শিক্ষার্থী ঘটনাটি দেখে স্কুলে গিয়ে খবর দিলে শিক্ষকরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। কিন্তু এরই মধ্যে ওই দুই শিশু মারা যায়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনার পর স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ওই দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।