ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আড়িয়াল খাঁ নদে ‘লিটন চৌধুরী সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
আড়িয়াল খাঁ নদে ‘লিটন চৌধুরী সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন ‘লিটন চৌধুরী সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদে ‘লিটন চৌধুরী সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী এমপি।  

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ।

স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রায় ১০২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য হবে ৫৫০ মিটার। প্রস্থ ৯.৮০ মিটার। স্প্যান সংখ্যা ১১টি এবং পিয়ার নয়টি। সেতুর জন্য অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার।

সেতুটি নির্মাণ হলে উপজেলা শহরের সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হবে। এই তিন ইউনিয়নের সঙ্গে সড়ক পথে শিবচর উপজেলা সদরের যোগাযোগকে বিচ্ছিন্ন করে রেখেছে আড়িয়াল খাঁ নদ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।