ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেড় ঘণ্টা দাঁড়িয়েও মহাখালীতে গাড়ি পেলেন না হালিমা

ইয়াসির আরাফাত রিপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
দেড় ঘণ্টা দাঁড়িয়েও মহাখালীতে গাড়ি পেলেন না হালিমা

ঢাকা: জামালপুরের হালিমা ঢাকায় এসেছিলেন এক কাজে। বাড়ি ফেরার জন্য রোববার (২৮ অক্টোবর) সকাল ৭টায় মহাখালী বাস টার্মিনালে চলে এসেছেন তিনি। কিন্তু এসে দেখেন পুরো টার্মিনালে স্থবিরতা। গাড়ি চলছে না জানলেও নিজেই নিজেকে আশ্বাস দিয়ে প্রায় দেড়ঘণ্টা অপেক্ষা করলেন, তবু মিললো না গাড়ি। শেষতক হালিমা রওয়ানা হলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে। ট্রেন পেলে সেখান থেকেই বাড়ি ফিরবেন তিনি।

মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে সাড়ে ৯টার দিকে হালিমা আক্তার বাংলানিউজকে বলেন, পরিবহন কর্মবিরতি চলছে জানতাম না। জানলে হয়তো এই দুর্ভোগে পড়তে হতো না।

দীর্ঘ দেড় ঘণ্টা অপেক্ষা করে তাই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

‘সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিল, পুলিশি হয়রানি বন্ধ’সহ আট দফা দাবিতে রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার ‘কর্মবিরতি’ পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রাজধানীসহ সারাদেশে পরিবহন না চলায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর পরিবহনের দেখা না পেয়ে হালিমার মতো অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন। বিআরটিসির বাস আসতেই পড়িমড়ি করে তাতে ওঠার চেষ্টা করেন যাত্রীরা।  ছবি: ডিএইচ বাদলবেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসিফ আহমদ বলেন, গাড়ি পাওয়া যাবে না ভেবে সকাল সকাল বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়েছি। এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো গাড়ির দেখা পাইনি। তাই বাধ্য হয়েই পায়ে হেঁটে মতিঝিল যাচ্ছি।

এদিকে গণপরিবহন না চলায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ। যাত্রীরা এটাকে ‘গলাকাটা’র সমান বললেও রিকশাচালক হালিম বলেন, দিনের অন্য সময় কম ভাড়ায় চলি, একদিন বেশি দিলে কী সমস্যা হয়?

শনিবার (২৭ অক্টোবর) শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক উছমান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন -২০১৮’ পাস হয়েছে। এ আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে। আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এমনই অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। এর কারণে আন্দোলন ছাড়া বিকল্প কোনো আমাদের সামনে খোলা নেই।  

এ আইনের সংশোধন ও উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা নিরসনের লক্ষ্যে রোববার সকাল ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
ইএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।