ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সরিয়ে দেওয়া হলো শাহবাগের অবরোধকারীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
সরিয়ে দেওয়া হলো শাহবাগের অবরোধকারীদের চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

রোববার (২৮ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান নিলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়।

এরআগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ অক্টোবর) মানববন্ধন কর্মসূচি করার কথা থাকলেও দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এম এ আলী বাংলানিউজকে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাঁধা বা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছে, কিন্তু আমরা দাবি বাস্তবায়নে অনড়। এখনও পর্যন্ত কোনো ধরনের ঝামেলা হয়নি।

এদিকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে রাস্তায় গণপরিবহন তেমন দেখা যায় নি। তবে যেসব যানবাহন চলাচল করছে শাহবাগ মোড় দিয়ে রাস্তা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছে এ পথে চলাচলকারীরা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।