ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে।

নিহতের মধ্যে একজনের নাম রোজিনা আক্তার নিপা (২০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখান এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে মরদেহ দু’টি ঢামেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত রোজিনা আক্তার নিপার স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, এক আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফেরার পথে দক্ষিণখান কসাইবাড়ী এলাকায় নোয়াখালীগামী একটি ট্রেনের ধাক্কায় নিপার মৃত্যু হয়। তার স্বামীর নাম স্বপন মিয়া।

অন্যদিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে শুনে মরদহে উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।