ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে রুখে দেওয়ায় নাদিয়ার পাশে রোকেয়া প্রাচী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
বাল্যবিয়ে রুখে দেওয়ায় নাদিয়ার পাশে রোকেয়া প্রাচী কিশোরী নাহিদার বাড়িতে রোকেয়া প্রাচী। ছবি: বাংলানিউজ

ফেনী: বাল্যবিয়ে রুখে দেওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকার কিশোরী নাদিয়া সুলতানা সামিয়ার পড়ালেখার দায়িত্ব নিলেন অভিনেত্রী ও মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী। 

রোববার (২৮ অক্টোবর) বিকেলে কিশোরী নাহিদার গ্রামের বাড়িতে যান তিনি। এ সময় তিনি ওই কিশোরীর কাছে বাল্যবিয়ে রুখে দেওয়ার গল্প শোনেন ও সাহসিকতার জন্য তাকে ধন্যবাদ জানান।

 

পরে কিশোরী নাহিদার পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়াও তিনি স্থানীয় ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে আগামী জানুয়ারি মাসে অষ্টম শ্রেণিতে নাহিদাকে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৩ অক্টোবর কিশোরী নাহিদা বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করে।  

এদিকে রোকেয়া প্রাচী সোনাগাজী উপজেলার ওসমানিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হওয়ার শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি নারী শিক্ষার গুরুত তুলে ধরে প্রচারণা চালান তার নির্বাচনী আসন উপজেলার তাকিয়া বাজারে।  

রোকেয়া প্রাচী ছাত্রীদের উদ্দেশে বলেন, বাল্যবিয়েকে না বলতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়া লেখার খরচ দিচ্ছেন। তাহলে কেন পড়া লেখা বন্ধ করে বাল্যবিয়ে দেওয়া হবে। বাংলাদেশের নারীরা এখন পিছিয়ে নেই। সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সব জায়গায় নারীদের ভালো অবস্থান রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।