ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যে কারণে খালেদাকে আদালতে নেওয়া হয়নি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
যে কারণে খালেদাকে আদালতে নেওয়া হয়নি

ঢাকা: মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে আদালতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ-আল-হারুন।

ইউনিভার্সিটি করেসপন্ডেন্টসোমবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে হাসপাতালের কনফারেন্স কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।  

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে আদালতে নেওয়া হয়নি, বিষয়টি আদালতকে জানানো হয়েছে।

খালেদা জিয়ার লেফট হিপ জয়েন্টের সিটি স্ক্যান ও মেরুদণ্ডের এক্সরে করা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাজা হয়েছে মামলার অপর তিন আসামিরও।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ওই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপি প্রধান।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টেবর ২৯, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।