ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
শিবচরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে আবুল কালাম ফকির (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে ইউনিয়নের পদ্মার চরের কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

আবুল কালাম ওই ইউনিয়নের মাগুরখণ্ড এলাকার চানমিয়া হাওলাদারকান্দি গ্রামের আমজাদ ফকিরের ছেলে।

তিনি পেশায় একজন জেলে বলে জানা গেছে।

নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, পদ্মার চর এলাকার বিভিন্ন খাল ও নদীতে মাছ ধরতেন তার স্বামী আবুল কালাম। রোববার সকালে বাড়ি থেকে মাছ ধরতে বের হয়ে নিখোঁজ ছিলেন তিনি। দুপুরে পদ্মার চরের কাশবনে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের বাম পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটা হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।

ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।