ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ২২ দিনে পৌনে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
কুড়িগ্রামে ২২ দিনে পৌনে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

কুড়িগ্রাম: প্রজনন মৌসুমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এক লাখ ৬১ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। 

জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিনে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ২১৩টি অভিযান ও ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে জব্দ হওয়া এক লাখ ৬১ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়াও অভিযানে জব্দ হওয়া সাড়ে ৫৭ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় বন্টন করা হয়।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন নদ-নদী জুড়ে ইলিশের বিচরণ ঘটায় পেশাদার জেলেদের পাশাপাশি অপেশাদার জেলেরাও ইলিশ শিকার করেছে। জনবল সংকট এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় নদীতে পর্যাপ্ত অভিযান চালানো সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।