ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবি ছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
ঢাবি ছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালে পৃথক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

জানা যায়, সোমবার (২৯ অক্টোবর) সকালে বরিশালের মুলাদীতে আড়িয়ালখাঁ নদ থেকে তুহিন (১৯) নামে এক ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুহিন চৌকিদার উপজেলার মুলাদী সদর ইউনিয়নের উত্তরচর ডাকাতিয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে।

সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
 
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, রোববার বেলা ৩টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে তুহিন আড়িয়ালখাঁ নদীতে গোসল করতে যান। নৌকায় উঠে গোসল করার সময় সাবান মেখে নদীতে ঝাঁপ দিয়ে আর পাড়ে ওঠেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। পরে সোমবার সকালে বরিশাল থেকে ডুবুরি এনে নদী থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।  

এদিকে নগরের কলেজ এভিনিউ বড় পুকুরপাড় এলাকায় হৃদয় হালদার (২০) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ‍পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে ওই এলাকার মারিয়ান ভিলার ভাড়াটিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

হৃদয় হালদার নগরের সরকারি বিএম কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র এবং পিরোজপুরের কাউখালী উপজেলার তেতলা গ্রামের রতন হালদারের ছেলে।

নিহতের কাকা অপুর্ব হালদার জানান, আমরা একই বাসায় থাকি। সকাল বেলা আমি কলেজে যাই কাজে। এরপর দুপুরে বাসায় এসে দেখতে পাই গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে হৃদয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল বলেন, মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএস/এএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।