ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অরফানেজের আপিলের রায়, সতর্কাবস্থায় পুলিশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
অরফানেজের আপিলের রায়, সতর্কাবস্থায় পুলিশ সতর্কাবস্থায় পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিন একইসঙ্গে খালেদা জিয়া ও অন্য দুই আসামির আপিল এবং খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিশনের ওপরও রায় ঘোষণা করা হবে।

রায়কে কেন্দ্র করে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল থেকে হাইকোর্ট ও আশেপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক প্রহরা লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, হাইকোর্টের প্রতিটি প্রবেশপথে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আদালতের ভেতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। এছাড়া আপিল বিভাগের এনেক্স ভবনের সামনে বাড়তি পুলিশ সদস্যদের সতর্ক প্রহরা লক্ষ্য করা গেছে।

পুরো এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। অনর্থক কারও জড়ো হওয়া এড়াতে পরিচয় নিশ্চিত হয়ে তল্লাশির পর আদালতের ভেতরে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। হাইকোর্টে বাড়তি পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পুরো এলাকায় কড়া নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এজেডএস/পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।