ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুই মন্ত্রণালয় ও পিএসসিতে নতুন সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
দুই মন্ত্রণালয় ও পিএসসিতে নতুন সচিব

ঢাকা: ভূমি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওএন সিদ্দীকা খানমকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী ভূমি মন্ত্রণালয় এবং গহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আরিফ-উর-রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন।

এছাড়া সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।