ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে বাস উল্টে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
কামারখন্দে বাস উল্টে আহত ১৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (এসও) মো. হামিম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক। এতে বাসটি উল্টে রাস্তার ওপর পড়ে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।  

আহতদের মধ্যে আটজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।