ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক উৎসব ও মেলা। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে র‌্যালি, আলোচনাসভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।  

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি।  

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা কৃষি সমৃদ্ধ এলাকা। কৃষিতে এখানে অনেক উন্নয়ন হয়েছে। দেশের এই যে উন্নয়ন তা অব্যাহত রাখতে ফের বর্তমান সরকার প্রয়োজন।  

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিমুল বারি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।