ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে তুলার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
রংপুরে তুলার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট রংপুরে তুলার কারখানায় আগুন-ছবি-বাংলানিউজ

রংপুর: রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় তুলার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।  

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।  

রংপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত বিপ্লব মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে রংপুর, হারাগাছ, কাউনিয়া, তারাগঞ্জ ও বদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

কারখানার মেশিনের ত্রুটির ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

এদিকে, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।