ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় আবহমান বাংলার লাঠি ও সাপের খেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
মাগুরায় আবহমান বাংলার লাঠি ও সাপের খেলা  বাম থেকে লাঠি খেলা ও সাপের খেলা। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা শহীদ মিনার চত্বরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে লাঠি ও সাপের খেলা দেখানো হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য লাঠি খেলা, সাপের খেলা, বাউল গান পরিবেশিত হয়।

সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।