ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সার আত্মসাতের অভিযোগে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সার আত্মসাতের অভিযোগে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মামলা রাশেদুল ইসলাম রাজা। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রায় ১৫৩ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে শ্রমিকলীগ নেতাসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ অক্টোবর) সকালে দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন বগুড়ার আদমদীঘি উপজেলাধীন সান্তাহার বাফার গুদামের সাবেক উপ-প্রধান প্রকৌশলী ইনচার্জ নবির উদ্দিন ও পরিবহন ঠিকাদার মেসার্স রাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজাকে আসামি করা হয়।

মামলা নম্বর ৩০।

বিকেল সাড়ে ৩টার দিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত গুদাম কর্মকর্তা নবির উদ্দিন ও পরিবহন ঠিকাদার রাশেদুল ইসলাম রাজা পরস্পর যোগসাজসে ৫২ হাজার ৩৪২ দশমিক ৮০ মেট্রিক টন সার আত্মসাৎ করেন। ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ২৪ জুনের মধ্যে তারা ওই পরিমাণ সার আত্মসাৎ করেন। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৭৫২ টাকা।

মামলার বাদী দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে সার আত্মসাতের প্রমাণ মিলেছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমবিএইচ/এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।