ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তছরে বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তছরে ওই গ্রামের মাসুদ রানার স্ত্রী।

তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সওকত বাংলানিউজকে জানান, বিকেলে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহবধূ তছরে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, টিউবওয়েলে ব্যবহৃত পাম্পের তার ছিড়ে টিনের বেড়ায় লাগার কারণে এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।