ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
রায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বহুতল ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ গোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চান্দাইকোনা আকন্দপাড়ার জাহিদুল ইসলাম আকন্দের বহুতল ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ফরহাদ চান্দাইকোনা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে চান্দাইকোনা আকন্দপাড়ায় চাতাল ব্যবসায়ী জাহিদুল ইসলাম আকন্দের বাড়ির ছাদে ফরহাদ কাজ করছিলেন। এ সময় ছাদের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারের সঙ্গে ফরহাদের ছোঁয়া লাগে। এতে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার সহযোগীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দাইকোন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।