ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ১০টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
নবাবগঞ্জে ১০টি দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত দোকানগুলো। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাতে উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের মধ্য মাগুরা কাঠাঁলপাড়া বটতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

ওই বাজারের দোকান মালিক মো. মোজাহার আলী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান।

রাতে আকষ্মিকভাবে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।