ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আবহাওয়া অফিসের টেলিফোন বিকল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
আবহাওয়া অফিসের টেলিফোন বিকল

ঢাকা: মেট্রোরেল লাইন নির্মাণজনিত কারণে রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে আবহাওয়া অধিদফতরের টেলিফোন লাইন কাটা পড়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা। আর জরুরি প্রয়োজনে যোগাযোগ বিঘ্নিত হওয়া ছাড়াও আবহাওয়া অফিসে কেউ যোগাযোগ করতে পারছেন না।

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত থেকে শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ সমস্যা তৈরি হলেও সংশ্লিষ্টদের টনক নড়েনি।  
 
অন্যদিকে, আবহাওয়া অফিসের ওয়েবসাইটে টেলিফোন নম্বর থাকলেও কোনো মোবাইল নম্বর না থাকায় যোগাযোগ করাও যায় না।


 
তথ্য জানতে শুক্রবার আবহাওয়া অধিদফতরের একাধিক টেলিফোন নম্বরে ফোন করে যোগাযোগ করা যায়নি। পরে একজন আবহাওয়াবিদের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করা হলে তিনি লাইন কাটা পড়ার বিষয়টি জানান।
 
ওই আবহাওয়াবিদ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে টেলিফোন লাইনে সমস্যা। সংশ্লিষ্টদের অভিযোগও জানানো হয়েছে। তারা ভিজিট করে গেছেন। কিন্তু এখনও সমস্যা সমাধান হয়নি।
 
তিনি আরও বলেন, মেট্রোরেল লাইন নির্মাণের কারণে মাঝে মধ্যেই লাইন কাটা পড়ে। এতে বিড়ম্বনা তৈরি হয়।
 
আবহাওয়া অফিসের ওই কর্মকর্তা জানান, টেলিফোন নম্বরগুলো বিকল থাকলেও ওয়েবসাইট রান করছে। ওয়েবসাইটে আবহাওয়ার তথ্য দেওয়া আছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।