ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নিহত ১১ জনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
পঞ্চগড়ে নিহত ১১ জনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের আত্মার মাগফেরাত কামনায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে দোয়া ও মোনাজাত করেছেন এলাকাবাসীসহ নিহতের পরিবারের সদস্যরা।

এসময় প্রায় আধা ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। যেন আর এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবাই প্রশাসনকে উদ্দেশ্য করে দশমাইল বাজারে মহাসড়কের দুই পাশে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান।

শুক্রবার (২ নভেম্বর) বিকেলে দশমাইল বাজারে মহাসড়কে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  

পঞ্চগড় সদরের সাতমেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির আহ্বানে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।  

মোনাজাতে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অত্র ইউনিয়নের মেম্বার মিন্টু কামাল, এলাকার সব স্তরের সাধারণ মানুষ, নিহত ও আহতদের পরিবারের সদস্যসহ তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হক, পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জামাল হোসেনসহ প্রমুখ।

মেম্বার মিন্টু কামাল বাংলানিউজকে বলেন, স্পিড ব্রেকার থাকলে এ দুর্ঘটনা ঘটতো না। নিহতদের আত্মার শান্তির জন্য আমরা দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি। আর যেন এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য বাজারের দু’ধারে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছি।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর (শুক্রবার) রাত পৌনে ৮টার দিকে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের দশ মাইল এলাকায় তেঁতুলিয়াগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন এবং হাসপাতালে নেওয়ার পর নারী, শিশুসহ আরও ৬ জন মারা যান।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।