ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবে সাংবাদিক আব্দুল বাতেনের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
প্রেসক্লাবে সাংবাদিক আব্দুল বাতেনের জানাজা সম্পন্ন প্রবীণ সাংবাদিক আব্দুল বাতেনের জানাজা শেষে ফূল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতেনের জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব চত্বরে বেলা পৌনে ১২টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

প্রবীণ এই সাংবাদিকের নামাজে জানাজার অংশ নেন জাতীয় প্রেসক্লাবের নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা।

জানাজা শেষে শ্রদ্ধা জানানো হয় সাংবাদিক আব্দুল বাতেনকে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলমের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়েছে। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নেতৃত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। ডিইউজের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইএআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।