ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ ফুটানি বাজার এলাকায় বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

রোববার (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়াপুর এলাকার দেড় বিঘা জমি নিয়ে আফাজউদ্দিন ও হানিফ উদ্দিন নাম দুই ব্যক্তির মধ্যে বিরোধ রয়েছে।

দুই বছর ধরে জমিটি নিয়ে মামলা চলছে। ওই জমিতে আফাজউদ্দিন গ্রুপের লোকজন প্রথমে ধান রোপন করেছিলেন। পরে সেই ধান নষ্ট করে হানিফ গ্রুপের লোকজন আবার সেখানে ধান চাষ করেন। সকালে হানিফ গ্রুপের লোকজন ওই ধান কাটতে গেলে আফাজউদ্দিনের লোকজন তাদের ওপর হামলা করেন। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।