ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
অভয়নগরে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

যশোর: যশোরের অভয়নগরে হাসিবুর রহমান (৯) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার একতারপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাসিবুর ওই গ্রামের মফিজুর রহমান মল্লিকের ছেলে।

সে একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা একতারপুর গ্রামের একটি পুকুরপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, শনিবার (৩ নভেম্বর) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে ওই পুকুরপাড়ে ফেলে রেখে গেছে।  

একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা পারভীন বাংলানিউজকে বলেন, প্রতিদিনের মতো হাসিবুর শনিবারও বিদ্যালয়ে উপস্থিত থেকে ক্লাস করেছে। রোমহর্ষক এ হত্যাকাণ্ডের খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।