ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
চৌদ্দগ্রামে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুস সাত্তার প্রকাশ মাইনু মিয়া (৬২)। ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে আটক শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (৪ নভেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত আবদুস সাত্তার প্রকাশ মাইনু মিয়া উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির জেরে সকালে নেশাগ্রস্ত ছেলে স্বাস্থ্য সহকারী ফরহাদ হোসেন তার বাবা আবদুস সাত্তার মাইনু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাইনু মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ছেলে ফরহাদকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ও ফরহাদকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফরহাদ মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের উপর অত্যাচার করছিলেন। কয়েকমাস আগে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।