ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পুলিশের নতুন ২২২ টিআরসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
সিলেটে পুলিশের নতুন ২২২ টিআরসি কুচকাওয়াজে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান। ছবি: বাংলানিউজ

সিলেট: টিসি নোয়াখালী সংযুক্ত ট্রেনিং সেন্টার, রেঞ্জ রির্জাভ ফোর্স (আরআরএফ), সিলেটের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পঞ্চম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে।

রোববার (০৪ নভেম্বর) সিলেটের লালাবাজার টিআরসি সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সিলেট রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসান।

দীর্ঘ ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২২২ টিআরসি পুলিশ বাহিনীতে নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হবেন। কুচকাওয়াজে অংশ নেন মুন্সিগঞ্জের ৬৮ জন, নোয়াখালীর ১৫৪ জনসহ ২২২ জন টিআরসি।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি কামরুল আহসান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে ২৫ মার্চের ভয়াল কালো রাতে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পুলিশ বাহিনীর সদস্যরা।

তিনি আরও বলেন, টিআরসিদের ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এই মূলনীতিতে অবিচল থেকে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। পেশাদার পুলিশ হিসেবে প্রস্তুত করে ভবিষ্যতে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনের সুযোগের কথা উল্লেখ করেন তিনি।

তিনি তার ভাষণে পুলিশ বাহিনীকে দক্ষ, আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনার বিষয়টি উল্লেখ করেন।

আরআরএফ কমান্ড্যান্ট মো. মাহমুদুর রহমান সার্বিক দিক নির্দেশনায় ছয় মাসব্যাপী টিআরসিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

সমাপনী কুচকাওয়াজে অধিনায়ক ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন, আরআরএফ সিলেটের সহ-অধিনায়ক ছিলেন ইন্সপেক্টর (সশস্ত্র) বাহার উদ্দিন।

টিআরসিদের মধ্যে মো. নজরুল ইসলাম (টিআরসি/০৩) সব বিষয়ে (আইন, প্যারেড, পিটি ও ফায়ারিং) শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এছাড়া আইন বিষয়ে রাকিব হোসেন (টিআরসি/১৭), প্যারেডে সাইফুল ইসলাম (টিআরসি/২৫), পিটিতে ইকবাল হোসেন (টিআরসি/৬০), ফায়ারিং এ মো. ইলিয়াস (টিআরসি/১১২) প্রথম স্থান অর্জন করেন। শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি) মো. কামরুল আহসান।

কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট বিভাগের পুলিশ নারী কল্যাণ (পুনাক) সভানেত্রী মুনমুন আহসান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাউসার আহমদ হায়দরী, সিলেট শহরের মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান, সুনামগঞ্জের এসপি মো. বরকতুল্লাহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, রেঞ্জ কার্যালয় এসপি নূরুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই ) যুগ্ম পরিচালক আলমগীর হোসেনসহ সিলেট রেঞ্জ ও এসএমপির অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।