ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০৪ নভেম্বর) দুপুরে শহরের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ মহানন্দা সেতু সংলগ্ন টোল ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষী নারায়নপুর গাজী পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মো. তরিকুল ইসলাম (৪০) ও শহরের মসজিদপাড়ার গফুর উদ্দীনের ছেলে পিয়াস (৩৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান পিপিএম বাংলানিউজকে জানান, দুপুরে তরিকুল ও পিয়াস মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদে যাচ্ছিলেন। তারা টোলঘর সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তরিকুল ঘটনাস্থলেই নিহত ও পিয়াস গুরুতর আহত হন। পিয়াসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।