ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় আহত যুবক রফিকুল ইসলাম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনের লালমনিরহাট মসলা গবেষণা কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রফিকুল হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া এলাকার বাসিন্দা। তিনি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিনের পোল্ট্রি ফার্মের শ্রমিক।

>>>আরো পড়ুন...হেডফোনে গান শোনায় যুবকের কাল হলো

পুলিশ জানায়, সকালে রফিকুল কানে হেডফোন লাগিয়ে সাইকেলে রেললাইন হয়ে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা বুড়িমারী থেকে পার্বতীপুরগামী একটি ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন। এরপর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) আদম আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।