ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জনকল্যাণে ভারত-বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে: শ্রিংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
জনকল্যাণে ভারত-বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে: শ্রিংলা সভায় বক্তব্যে রাখেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: বাংলানিউজ

যশোর: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের কল্যাণে উভয় দেশ এক সঙ্গে কাজ করবে। বাংলাদেশের আর্থ সামজিক উন্নয়নে ভারত অভিভূত। ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত করতে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। 

রোববার (০৪ নভেম্বর) সন্ধ্যায় ভারত সরকারের আর্থিক সহায়তায় যশোরের মণিরামপুরের খেদাপাড়া বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের নতুন ভবন উদ্বোধনকালে মন্দির কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ মন্দির উন্নয়নে ভারত সরকার ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে।

যার ১৫ লাখ টাকার চেক স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যর হাতে তুলে দেন ভারতীয় হাইকমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, রামপালে ভারত-বাংলাদেশ মৈত্রী পাওয়ার প্লান্ট চালু হলে শিল্পোন্নয়নসহ এ অঞ্চলের মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।

 তিনি বলেন, খুলনার মোংলা রেল যোগাযোগসহ মোংলা বন্দর উন্নয়নে ভারত সরকার সহায়তা করছে। ১৯৬৫ সাল পর্যন্ত বরিশাল এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার সঙ্গে রেল যোগাযোগ ছিল। এ যোগাযোগ পুনঃস্থাপনে ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভারতীয় দূতাবাস বাংলাদেশের অনেকগুলো সামাজিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে ৬৪ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে। এছাড়া গত তিন বছরে ৫০টির বেশি প্রকল্পে ১১৫ কোটি টাকা বরাদ্দসহ সারাদেশে সনাতন ধর্মের উন্নয়ন প্রকল্প গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তা বাস্তবায়ন করা হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ স্থাপন ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য চলতি বছর থেকে খুলনায় ডেপুটি হাইকমিশনের কার্যালয় খোলা হয়েছে।

সজিব কুশারির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় যশোর-৫৯ মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা প্রশাসক আব্দুল আউয়াল, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মঠের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা মহিলা পরিষদের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার ভারতীয় ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়েনা, ভারতীয় হাইকমিশনের প্রধান সচিব (রাজনৈতিক-২) রাজেশ উইকে, প্রধান সচিব (রাজনৈতিক-১) নবনীতা চক্রবর্তী, দ্বিতীয় সচিব বানিজ্য শিশির কোঠারী।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।