ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় হানিফ পরিবহনের ধাক্কায় কলেজছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
খুলনায় হানিফ পরিবহনের ধাক্কায় কলেজছাত্র নিহত

খুলনা: খুলনা মহানগরীতে হানিফ পরিবহনের ধাক্কায় মো. সাকিল (১৭) নামে এক বাইসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছে। নিহত সাকিল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

রোববার (০৪ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের শিরোমনী বাদামতলা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সাকিল সাইকেল চালিয়ে যাওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বাদামতলা মোড়ে তাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।

এরপর আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে সাকিলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাকিলের বাড়ি পিরোজপুর জেলায়।

খানজাহান আলী থানার উপ পরিদর্শক (এসআই) শওকত আলী বাংলানিউজকে জানান, হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাসের ধাক্কায় কলেজছাত্র সাকিল নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটি আটকের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমআরএম/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।