ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বানারীপাড়ায় বিস্ফোরণ, হাতবোমা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বানারীপাড়ায় বিস্ফোরণ, হাতবোমা উদ্ধার

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, পাশাপাশি ওইসময় একটি ইজিবাইকে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (০৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নরোত্তমপুরের বরিশাল-বানারীপাড়া সড়কের মলঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি হাতবোমা উদ্ধারসহ বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, রোববার সন্ধ্যার পরে মলঙ্গা ব্রিজ এলাকায় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাশাপাশি ওইসময় সেখানে থাকা একটি ইজিবাইক ভাঙচুর ও এক যাত্রীকে মারধর করে আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪টি তাজা বোমা ও ৪/৫টি বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে।  

তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বাংলা‌দেশ সময়: ০৩২৮ ঘণ্টা, ন‌ভেম্বর ০৫, ২০১৮
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।