ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক বাজার এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (০৪ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নামপরিচয় জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৩০ বছর।  

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কাপাসিয়ার টোক বাজার এলাকায় মসজিদের পাশে শীতলক্ষ্যা নদীতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নামপরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০/৩৫ বছর। তার পড়নে কফি রঙের টি-শার্ট, কালো জিন্স প্যান্ট ও সাদা কালো কেইস জুতা রয়েছে। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। সোমবার মরদেহ মর্গে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ৯৪৯৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।