ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
রাজধানীতে অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

ঢাকা: রাজধানী থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ সাত সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৫ নভেম্বর) সকালে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, রোববার (৪ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর কাউলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য পরিচয়ে অপহরণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের মূলহোতাসহ সাত সদস্যকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, র‌্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ র‌্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।