ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত দুর্ঘটনাস্থল ঘিরে উৎসুক জনতা। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (৩৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানের আরো চার যাত্রী।

সোমবার (০৫ নভেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাজলুম হোসেনের ছেলে।

 

আহতরা হলেন- একই গ্রামের এমদাদুল হকের ছেলে নাজমুল (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে হাসান (৩০), দুলাল হোসেনের ছেলে খোরশেদ (৩০) ও গোলজার হোসেনের ছেলে মোস্তফা।  

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ব্যাটারিচালিত একটি অটো ভ্যানে করে পার্শ্ববর্তী বটতলী বাজারে একরামুল হক ফিড মিলে কাজের উদ্দেশে যাচ্ছিলেন ওই শ্রমিকরা। পথে বানিয়াপাড়া এলাকার ডালিম ফিলিং স্টেশন থেকে জয়পুরহাটের উদ্দেশে যাওয়া একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।  

এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রুবেলের মৃত্যু হয় এবং ভ্যানে থাকা একই পাড়ার আরো চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।  

ময়নাতদন্তের জন্য নিহত রুবেলের মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।