ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তফসিল পেছানোর দাবিতে ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
তফসিল পেছানোর দাবিতে ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতা

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় আরও পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় আসম আব্দুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে।
 
এর আগে গত ৩ নভেম্বর ঐক্যফ্রন্টের নেতা ড. কামলা হোসেন এক চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে বলেছিলেন, সংলাপ শেষ না হওয়ার পর‌্যন্ত তফসিল ঘোষণা করা না হয়।


 
নির্বাচন কমিশন ৪ নভেম্বর তফসিল ঘোষণা করতে চেয়েছিল। সেই চিঠির পর সিদ্ধান্তে পরিবর্তন এনে ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী।

এই কমিশনারের সংবাদ সম্মেলনের পরদিন আবার আসছে ঐক্যফ্রন্ট। সংগঠনটির নেতা ও গণফোরামের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য তারিখ ঘোষণা করেছে। আমরা তাদের বলতে চাই, এখনও আলাপ-আলোচনা চলছে। আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা না করা হয়।
 
ড. কামাল হোসেনের তফসিল পেছানোর চিঠি সেদিন নির্বাচন কমিশনে পৌঁছে দিয়ে গেছেন রফিকুল ইসরাম পথিক।
 
তিনি বলেন, নির্বাচন কমিশন যে তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে, এই তাড়াহুড়ার তো দরকার নেই। দেশের সামগ্রিক পরিস্থিতি তো তারাও দেখছে। এই বিবেচনা করার জন্য আমরা তো তাদের চিঠি দিয়েই জানিয়েছি। তারপরও তারা ৮ নভেম্বর তফসিল ঘোষণার কথা বলেছে। তফসিল ঘোষণা হয়ে গেলে আলাপ-আলোচনার সুযোগ কম থাকে।
 
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন ৭ নভেম্বরের পর আর কোনো সংলাপ হবে না। আর সংলাপের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানাবেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।