ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বরিশালে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য আটক ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য আটক। ছবি: বাংলানিউজ

বরিশাল: সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়ে জেএসসি, পিএসসি ও অন্যান্য পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের প্রলোভন দিয়ে টাকা সংগ্রহকারীকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

আটক জয়ন্ত মণ্ডল (১৮) বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুর থানার ঠুটাখালী এলাকার জোতিন্দ্র মণ্ডলের ছেলে।

সোমবার (৫ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঠুটাখালী এলাকায় অভিযান চালায়।

এ সময় জেএসসি ও পিএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য জয়ন্তকে আটক করা হয়।  

আটকের পর জয়ন্ত র‌্যাবের কাছে জানায়, ভুয়া প্রশ্নপত্র সরবরাহের উদ্দেশে নিজ বাড়িতে বসেই অনলাইনে কাজ করে। তার নামে ভুয়া ফেসবুক আইডি ও পেইজ রয়েছে। সে PSC JSC SSC HSC 100% COMMON SUGGESTION নামক পেইজে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দেয়। তার দেওয়া স্ট্যাটাস দেখে অনেক সুযোগ সন্ধানী শিক্ষার্থীরা প্রলোভনে পড়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র কিনতে উদ্ধুদ্ধ হয়। এরুপ অনৈতিক কাজ করে জয়ন্ত বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশ ও বিভিন্ন পন্থায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানায়।  

এদিকে, জয়ন্তের ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও ফেসবুক আইডির তথ্য বিশ্লেষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র বিক্রির ব্যাপারে সংশ্লিষ্টতা পেয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, জয়ন্ত প্রথমতো বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র সরবরাহ করবে বলে পরীক্ষার আগে বিভিন্ন পোস্ট দিতো এবং এর জন্য বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টাকা নিতো।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।