ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ৯৮ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বড়াইগ্রামে ৯৮ কেজি গাঁজাসহ আটক ২ গাঁজাসহ আটক ২ মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৯৮ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়। এ সময় গাঁজা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

 

আটকরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের সবির আলীর ছেলে সোহেল রানা (২৪) ও তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সাহাবান আলী (২০)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. আজমল হোসেন বাংলানিউজকে জানান, কুষ্টিয়া থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই দুই মাদকবিক্রেতা। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশনে ট্রাকটি থামিয়ে তারা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ট্রাকসহ মাদকবিক্রেতা সোহেল ও আলীকে আটক করা হয়। জব্দ করা হয় ৯৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও বহনকারী ট্রাক।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।