ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মরজাল-বেলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
মরজাল-বেলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর মরজাল-বেলাবতে ১১৮ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে মরজাল হালদার ব্রিজ এলাকা থেকে এ কাজের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

চারটি প্যাকেজের আওতায় মরজাল থেকে পোড়াদিয়া বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক নতুন আঙ্গিকে সংস্কার করা হবে।

সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অনু আমলাবো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন ভূইয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, বেলাবো উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা, বেলাবো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বেলাবো ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, নরসিংদী জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শহিদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।