ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লাখাই উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
লাখাই উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার গ্রেফতার শাহনুর রহমান তালুকদার। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহনুর রহমান তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ নভেম্বর) বিকেলে লাখাই উপজেলার কালাউক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহনুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য।

তার বাড়ি উপজেলার মারূগাছ গ্রামে।  

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বাংলানিউজকে জানান, নাশকতা সৃষ্টির মামলায় শাহনুরকে গ্রেফতারের পর বিকেলেই আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।